সিলেটে শ্বাসকষ্ট নিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
বিয়ানীবাজারের ডাকঃ
সিলেট মহানগর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের প্রয়াত সাধারণ সম্পাদক মুরাদ আহমদ মুরন। ফাইল ছবি
সিলেটে শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। মৃত মুরাদ আহমদ মুরন সিলেট মহানগর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।
মুরাদ আহমদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বলে ফেসবুকে জানিয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। পরে তিনি নিজের স্ট্যাটাস সংশোধন করে মুরাদ আহমদ শ্বাসকষ্টে মারা যান বলে ফেসবুকে লেখেন।
যদিও মুরাদ আহমদের ভাতিজা ও ওয়ার্ড যুবলীগ নেতা আবির হাসান রানা বলেন, তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। কিন্তু করোনা আক্রান্ত ছিলেন না। তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়ারিস মিয়া জানান, মুরাদ আহমদ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। তিনি বলেন, করোনার উপসর্গ নিয়ে মুরাদ আহমদ নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলে বৃহস্পতিবার বাসায় নিয়ে আসা হচ্ছিল। বাসায় নিয়ে আসার পথে দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।
মুরাদ আহমদ মুরন নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঠিকাদারি পেশার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
ইউএনবি