সিলেটে হেফাজতের সমাবেশঃ স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে বয়কটের আহ্বান
বিয়ানীবাজারের ডাকঃ
স্বাধীনতা বিরোধীদের দেশের শত্রু উল্লেখ করে রাষ্ট্রীয়ভাবে তাদের বয়কট করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নবনির্বাচিত আমির আল্লামা জুনায়েদ বাবু নগরী।
বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে হেফাজতের বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।
মহানবীর অপমানকে প্রশ্রয় দিয়ে ফ্রান্স সরকার রাষ্ট্রীয় মদদে বিশ্বের মুসলিমের হৃদয়ে আঘাত দিয়েছে উল্লেখ করে ফরাসি পণ্য বর্জনের পাশাপাশি নিষিদ্ধ করার দাবিও জানান তিনি।
এ সময় যারা ইসলামের শত্রু তাদেরকে প্রশ্রয় না দিতে সরকারের প্রতি আহবান জানান তিনি।
সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সিলেট মহানগর পুলিশ। সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত মহাসচিব আল্লামা নুর হোসেন ক্বাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশীদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম জিহাদী, নায়েবে আমির মাওলানা নরুল ইসলাম খান, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বক্তব্য রাখেন।