সিলেট কোতোয়ালি থানার পুলিশকে জনতার ধাওয়া, উত্তেজনা
বিয়ানীবাজারের ডাকঃ
সিলেট নগরের আখালিয়া এলাকায় পুলিশকে ধাওয়া করেছে বিক্ষোব্ধ জনতা। বৃহস্পতিবার বিকেলে রায়হান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে আখালিয়া এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে রাস্তার দুপাশে শতশত গাড়ি আটকা পড়ে। এসময় সিলেট কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। পুলিশ অবরোধ সরিয়ে নেওয়ার অনুরোধ করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে পুলিশের দিকে ইট পাটকেল মারা শুরু করেন। পুলিশের বিরুদ্ধে শ্লোগানও দিতে শুরু করেন বিক্ষোভকারীরা।
ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান জানান, পুলিশকে দেখে বিক্ষোভকারীদের কয়েকজন একটি উত্তেজিত হয়ে পড়েছিলেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিক্ষোভকারীরা অবরোধও তুলে নিয়েছেন।