সিলেট চেম্বারের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ আর নেই
আজ বাদ আসর দরগায় জানাযা
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, এফবিসিসিআই’র সাবেক পরিচালক ও হোটেল স্টার প্যাসিফিকের সত্ত্বাধিকারী সালাহ উদ্দিন আলী আহমদ আর নেই। আজ বুধবার সকাল ৭টায় (৩ মার্চ) তিনি দরগাহ গেইটস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর নামাজে জানাজা আজ বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (রহঃ) মসজিদে অনুষ্ঠিত হবে।
ব্যবসায়ী সালাউদ্দিন আলী আহমদ দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ নানা জটিলরোগে ভুগছিলেন। তিনি আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা গ্রহণ করেন। সম্প্রতি আমেরিকা থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। এরপর তার দরগাহ গেইটস্থ নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।
তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি ও সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদের ছোট ভাই।