সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিয়ানীবাজারে সিপিবি ও ছাত্র ইউনিয়নের মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও এ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিয়ানীবাজারে মানববন্ধন করেছে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিয়ানীবাজার উপজেলা শাখা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সংসদ। আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় গোলাবিয়া লাইব্রেরির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিপিবি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সংসদের সাধারণ সম্পাদক সুজন দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বিয়ানীবাজার উপজেলা কমিটির সাবেক সভাপতি দয়াময় দেব, সদস্য হাসান শাহরিয়ার, প্রভাষক বিজিত আচার্য্য। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো.নাবিল এইচ, বিয়ানীবাজার উপজেলার সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক হিমেল, কোষাধ্যক্ষ প্রদ্যুত তালুকদার, ছাত্রনেতা দূর্যয় দেব জয়, ইশান নূর প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ‘সুনামগঞ্জের শাল্লায় যে সাম্প্রদায়িক হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসবে হবে। বক্তারা বলেন, দেশে নাসিরনগরসহ নানা স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচার না হওয়ায় প্রতিনিয়ত এ ধরণের ঘটনা ঘটছে।