সুরমা নদীতে ধরা পড়েছে ১০০ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছ

সিলেটের সুরমা নদীতে ধরা পড়েছে ১০০ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ। রোববার (২৭ মার্চ) এই মাছটি বিক্রির জন্য নগরের লালবাজারে নিয়ে আসেন এক বিক্রেতা।

এই মাছটির দাম হাঁকা হয়েছে দেড় লাখ টাকা। তবে রোববার পর্যন্ত এটি বিক্রি করা যায়নি। বিক্রি না হলেও বিশাল এই মাছটি দেখতে অনেকেই লালবাজারে ভিড় করেন।

জানা যায়, রোববার সকাল ৭টার দিকে লামাকাজি এলাকায় সুরমা নদীতে এই বিশাল বাঘাইড় মাছটি জেলেদের জালে ধরা পড়ে। জেলেদের কাছ থেকে কাজিরবাজার মৎস্য আড়তের এক ব্যবসায়ী সেটি কিনে আনেন।

তার কাছ থেকে তিনি কিনেছেন সিলেট নগরীর ১১নং ওয়ার্ডের কাজিরবাজার এলাকার বাসিন্দা মো. বেলাল মিয়া। পরে তিনি মাছটি নগরের লালবাজারে নিয়ে আসেন।

বেলাল মিয়া জানান, এক লাখ টাকা দিয়ে তিনি মাছটি কিনেছেন। এখন দেড় লাখ টাকা দাম চাইছেন। অবশ্য এক লাখ ২০-৩০ হাজার টাকা পেলে তিনি বিক্রি করে দেবেন।

এই ব্যবসায়ী জানান, যদি একসাথে কেনার মতো ক্রেতা না পাওয়া যায়, তবে কেজি দরে বেলা ১টার দিকে মাছটি বিক্রি করা হবে। প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *