সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারে বাই সাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিনিধি
বিয়ানীবাজারে উপজেলার দুবাগ ইউনিয়নের সাদিপুর এলাকার শেওলা-সুতারকান্দি সড়কে ট্রাকের ধাক্কায় ইমন আহমদ (১৬) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ইমন সাদিমাপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে। মঙ্গলবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে ইমন বাইসাইকেল চালিয়ে সাদিমাপুর বাজারে আসার পথে শেওলা-সুতারকান্দি সড়কে একটি দ্্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরই চালক ট্রাক ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। বিয়ানীবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় জানান, বিয়ানীবাজার থানা পুলিশ খবর পেয়ে লাশের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ট্রাকের চালককে গ্রেফতারের চেষ্ঠা চলছে।