হৃদপিন্ড খাবো
মোহাম্মদ শামছ উদ্দিন
অশুভ ছায়া, তোমার হৃদপিন্ড খাবো,
ধনে পাতা কাঁচা লংকা আর শর্ষে ইলিশ দিয়ে,
হে ধর্ষক, তোমার হৃদপিন্ড খাবো।
নারী তোমার মা, ভুলে গেছো অনায়াসে,
ভুলিনি আমি,
মধ্যাহ্নভোজের উচ্ছিষ্ট বোনপ্লেটে
রেখে দেবো তোমার চাবানো হৃদপিন্ডের নির্যাস,
তারপর আমিও ছুড়ে দেবো ডাস্টবিনে অনায়াসে।
তোমার রক্ত লোলুপ পৈশাচিক উল্লাস,
আমার শহরকে করেছে বেদনারসে কর্দমাক্ত,
সেই পূণ্যমাটির কসম,
আমি তোমার হৃদপিন্ড খাবো।
সবুজ পাতার মর্মরধ্বনি,পাখির কলতানে
বাতাবি লেবুর সস মাখিয়ে, নিঝুম দ্বীপে বসে,
আমি তোমার হৃদপিন্ড খাবো।
তোমার ভোগের তৃষ্ণা-জলে
লোবান জলের আতর মাখিয়ে,
আমি বাংলা-মায়ের পা ধুয়ে দেবো,
তোমার চোখের লালসা আর বরফ শীতল হৃদয়,
কুচি কুচি করে ডিপফ্রিজে রেখে,
বানাবো তোমার আজন্ম-গোরস্থান।
তোমার পচে যাওয়া মগজ
তান্দুরি গ্রিলে ফ্রাই করে,
মেটাবো আমার রসনাবিলাস,
আমার বত্রিশ দাঁতের কসম,
আমি তোমার হৃদপিন্ড খাবো।
উচ্ছিষ্ট খানিকটা তবু ও রেখে দেবো,
আমার যে সলজ্জ সাধ,
তোমার শুকনো হৃদপিন্ড দিয়ে ঘুড়ি বানিয়ে,
বাংলার আকাশে উড়িয়ে দেবো
তোমার বর্বর ইতিহাস।
লাটিম হাতে বসে থাকবো অনন্ত কাল,
দিগন্ত-বিস্তারি সবুজ পতাকা বিছানো জমিনে,
তোমার অপেক্ষায় উনুন জ্বালিয়ে
অপেক্ষমান এই আমি, ঠাঁয় দাঁড়িয়ে আছি,
শুধু তোমার হৃদপিন্ড খাবো বলে।
(২৫ অক্টোবর, ২০২০, পায়রা, সিলেট)