১৩ মে বিয়ানীবাজারে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নির্বাচন
বিয়ানীবাজার ডাক ডেস্ক :
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং জেলা, মহানগর ও উপজেলা কমাণ্ড কাউন্সিলসমূহের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ মে শনিবার বিয়ানীবাজারেও এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৪ মার্চ) মুক্তিযোদ্ধাদের বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) রঞ্জিত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকার উপর আপত্তি ও সংশোধনী গ্রহণের শেষ তারিখ ২২ মার্চ। দাবি আপত্তি ও সংশোধনী নিষ্পত্তির তারিখ ২৮ মার্চ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২ এপ্রিল।
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৫ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ৯ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, প্রার্থীতা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে ১১ এপ্রিল সকাল ১০ টা থেকে বিজাল ৩ টা পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ ১৩ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের সর্বশেষ তারিখ ১৬ এপ্রিল।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৭ এপ্রিল ও ১৮ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১৩ মে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
এদিকে তফশিল ঘোষনার পর থেকে বিয়ানীবাজারে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নড়াচড়া শুরু হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ কাদির ও বীর মুক্তিযোদ্ধা মিছবাহ উদ্দিন কমান্ডার পদে প্রতিদ্বন্ধিতা করতে পারেন। এছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকও কমান্ডার পদে নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।