৫ কোটি টাকায় মিলবে ইতালিতে স্থায়ী হওয়ার সুযোগ
বিয়ানীবাজারের ডাকঃ
ইতালির সরকার এ বছর দেশটির অভিবাসন নীতিমালা ঘোষণা করেছে। বেশ কয়েক বছর বাংলাদেশকে কালো তালিকাভুক্ত রাখলেও এ বছর তাতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে করা হয়েছে সোমবার ১২ অক্টোবর।
ঘোষণার মধ্যে একটি ধারা রয়েছে বিনিয়োগকারীদের জন্য। ইতালি বা ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ৫ লক্ষ ইউরো ইতালিতে বিনিয়োগ করলে, তাকে ইতালিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হবে।
তবে ৫ লক্ষ ইউরো বিনিয়োগ করে তার প্রতিষ্ঠানে কমপক্ষে ৩ জন মানুষের কার্মসংস্থানের ব্যবস্থা হবে বলে নিশ্চয়তা প্রদান করতে হবে।
৫ লক্ষ ইউরো বা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ কোটি টাকা বিনিয়োগ ও একটি বিজনেস প্ল্যান করতে হবে, যেখানে কমপক্ষে ৩ বা ততোধিক মানুষের কর্মসংস্থান হবে। তবেই মিলবে ইতালির গ্রিন কার্ড। এই কার্ডের মাধ্যমে সমগ্র ইইউ দেশে ব্যবসা ও বসবাসের সুযোগ মিলবে তার।
বিশ্বের অনেক উন্নত দেশে বিনিয়োগের মাধ্যমে বৈধতা লাভের সুযোগ থাকলেও ইতালি এবারই প্রথম এই সুযোগটি দিল। মূলত দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সরকারের এই পরিকল্পনা।