৬ বছর পর ছেলের সিনেমায় সোহেল রানা
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
এক ব্যক্তি রাতে সানগ্লাস পরে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ঘটতে থাকে নানান ঘটনা। উঠে আসে মুক্তিযুদ্ধও। এমনই এক গল্পে সিনেমা বানিয়েছেন বরেণ্য চিত্রনায়ক সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ। ‘গোয়িং হোম’ নামের এ ছবিটি তার ক্যারিয়ারের দ্বিতীয় নির্মাণ।
নির্মাণের পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন মাশরুর। এতে অন্যতম একটি চরিত্রে দেখা যাবে সোহেল রানাকে।
এ নিয়ে মাশরুর বলেন, ‘সিনেমা নির্মাণে অভিনয়শিল্পীর ব্যাপারে আমি খ্যাতিকে প্রাধান্য দিই না। গল্পের মারপ্যাঁচেই চরিত্রের জন্ম হয়। তাই পুরো স্ক্রিপ্ট হয়ে গেলে বিবেচনা করি কে কোন চরিত্রে ভালো করবে। সেই হিসেবে এবারও আমার বাবা সোহেল রানাকে নিতে হয়েছে। তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আপনারা তাকে একটি অন্যরকম চরিত্রে দেখতে পাবেন।’
তিনি আরও বলেন, ‘মাঝে আব্বু-আম্মু অসুস্থ ছিলেন। সেটি নিয়ে আমাদের অনেক ধকল গেছে। এখন আল্লাহর রহমতে দুজনেই ভালো আছেন। সে জন্যই চাইছি সিনেমাটি মুক্তি দিতে। ঈদে চাইলেও সম্ভব নয়। কারণ হল নিয়ে মারামারি পরিস্থিতি হবে। আমার ইচ্ছা ঈদের দুই সপ্তাহ পর সিনেমাটি মুক্তি দেব।’
‘গোয়িং হোম’ সিনেমায় আরও অভিনয় করেছেন সরাত জাহান জেরি, ফাহিম ফারুক প্রমুখ।