অনিবন্ধিত পোর্টাল ও আইপি টিভি বন্ধে হাইকোর্টে বিয়ানীবাজার প্রেসক্লাব সম্পাদকের রীট
বিয়ানীবাজারের ডাকঃ
অনিবন্ধিত আইপি টিভি, অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক ভিত্তিক সংবাদ-বিনোদন মাধ্যম বন্ধে হাইকোর্টে রীট আবেদন করা হয়েছে। এই রীটের বাদী হয়েছেন সিলেট জেলার বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এটি দায়ের করা হয়।
এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহা-পরিদর্শক, র্যাব’র ডিজি ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। অচিরেই রীটের উপর শুনানী অনুষ্টিত হবে বলে জানান রীটকারীর আইনজীবি সৈয়দা রফিকা খাতুন।
রীটে নানা ধরণের গুজব বন্ধে অনলাইন ভিত্তিক আইপি টিভি, নিউজ পোর্টাল, সংবাদ-বিনোদন মাধ্যম বন্ধ এবং শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ সাংবাদিকদের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ণের নির্দেশণা চাওয়া হয়েছে।