আবারও ইতালি থেকে ফেরত পাঠানো হলো ৪৭ বাংলাদেশিকে
বিয়ানীবাজারের ডাকঃ
আবারো বিমানবন্দর থেকে প্রবাসী বাংলাদেশিদেরকে দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার। করোনার কারণে বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকায় অন্তত ৪৭ জন বাংলাদেশি স্বদেশে ফেরত যেতে বাধ্য হলেন।
এরমধ্যে মিলান থেকে চারজন এবং কাতারের দোহা থেকে বাকিদের ইতালি প্রবেশের সুযোগ দেয়া হয়নি। তবে, আইন অনুযায়ী সাধারণ স্টে পারমিট ধারীদের দেশে ফেরত পাঠানোর সুযোগ নেই বলে দাবি কমিউনিটি নেতাদের।
ইতালিতে প্রবেশে সরকারি নির্দেশনা যথাযথভাবে বিমানবন্দরগুলোতে না পৌঁছানোর ফলেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।