আরও ৪৭ জনের নমুনা ল্যাবে প্রেরণ করা হলো বিয়ানীবাজার থেকে
নিজস্ব প্রতিবেদক:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষার জন্য বিয়ানীবাজার উপজেলা থেকে আরও ৪৭ জনের নমুনা পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, যাদের নমুনার সংগ্রহ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন মুল্লাপুর ইউনিয়নের বাসিন্দা যিনি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছিলেন সেই রফিক উদ্দিনের সংস্পর্শে আসা ১০জন, আলফা ক্লিনিকের ডা. সাদিকের সংস্পর্শে আসা ২৪জন, প্রাইম ব্যাংক বিয়ানীবাজার শাখার কর্মরত গার্ড বেলালের সংস্পর্শে আসা ৩জন এবং মৃদু উপসর্গ যুক্ত ১০জন। এদের মধ্যে ২৫ জন পুরুষ আর ২২ জন মহিলা। এদের মধ্যে ৩৩ জনই পৌরসভার এবং অন্য ১৪ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। প্রত্যেকের বয়স ৪ বছর থেকে ৭৫ বছর পর্যন্ত রয়েছে।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্যানুযায়ী, এ উপজেলা থেকে এখন পর্যন্ত ৯২২টি নমুনা ল্যাবে পাঠানো হয়েছে এবং ৮৭৫টি নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। নমুনার প্রতিবেদনগুলোর মধ্যে ১৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬২জন এবং মারা গেছেন ৬জন।