এইচএসসি পরীক্ষা না হওয়ার খবরে বিয়ানীবাজারে শিক্ষার্থীদের আনন্দ মিছিল!
বিয়ানীবাজারের ডাকঃ
এবছর এইচএসসি পরীক্ষা না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এই ঘোষনা দেন। শিক্ষামন্ত্রনালয়ের এই সিদ্ধান্তে সারাদেশে এইচএসসি পরিক্ষার্থীদের জন্য আনন্দের। গত এপ্রিল মাসে এইচ এস সি পরিক্ষা হওয়ার কথা থাকলেও করো’না ভাই’রাসের কারনে পরিক্ষা স্থগিত ঘোষণা করা হয়। তবে দীর্ঘ ৮ মাস থেকে পরিক্ষা নিয়ে নানা তথ্য শুনা গেলেও আজ শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি নিজেই ঘোষণা দেন এবার হচ্ছেনা এইচ এস সি পরিক্ষা ।জে এস সি এবং এস এস সি পরিক্ষার রেজাল্ট অনুযায়ী ডিসেম্বর মাসে ফলাফল ঘোষণা করা হবে৷
এমন সংবাদে বিয়ানীবাজার সহ সারাদেশের শিক্ষার্থীরা আনন্দে উল্লাসে মেতে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে শিক্ষামন্ত্রীর প্রসংশা করে। আজ বুধবার (৭ অক্টোবর) বিকেলে বিয়ানীবাজার সরকারি কলেজের এইচএসসি পরিক্ষার্থীরা পৌর শহরে মিষ্টি বিতরণ করে।
এ সময় তারা জানান, শিক্ষামন্ত্রীর এমন সিদ্ধান্ত ১৪ লাখ পরিক্ষার্থীর জীবন রক্ষা পেয়েছে। তারা এমন একটি সিদ্ধান্তের অ’পেক্ষায় ছিল। এ সিদ্ধান্তে তারা পৌর শহরে মিষ্টি বিতরণ করেন৷