এশিয়ান কাপ আয়োজনে আগ্রহী পাঁচ দেশ
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
২০২৭ সালের এশিয়ান কাপ ফুটবল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ভারত, ইরান, কাতার, সৌদি আরব ও উজবেকিস্তান। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বিষয়টি নিশ্চিত করেছে।
এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বলেন, এশিয়ান ফুটবল পরিবারের পক্ষ থেকে আমি আয়োজনের জন্য এগিয়ে আসা প্রতিটি সদস্য দেশকে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে আমাদের খেলোয়াড়, দল, অফিসিয়াল ও সমর্থকদের জন্য বিশ্বমানের একটি আসর আয়োজনে তাদের সাপোর্ট কামনা করছি।
এশিয়ান কাপ আয়োজনে আগ্রহী পাঁচটি দেশের মধ্যে দুটি দেশ এর আগে দুইবার এই টুর্নামেন্ট আয়োজন করেছে। ১৯৫৬ সালে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল এশিয়ান কাপ। বর্তমান চ্যাম্পিয়ন কাতার ১৯৮৮ ও ২০১১ সালে এবং ইরান ১৯৬৮ ও ১৯৭৬ সালে এ টুর্নামেন্ট আয়োজন করেছিল।
প্রসঙ্গত,২০২২ সালের এশিয়ান কাপের যৌথ আয়োজক ভারত ও উজবেকিস্তান।