ওয়ারিয়র্সকে হারিয়ে ফাইনালে শুকতারা স্পোর্টিং ক্লাব খাসাড়ীপাড়া
বিয়ানীবাজারের ডাকঃ
উত্তর জলঢুপ বিলপার T-10 ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ওয়ারিয়ার্স ক্লাবকে ৫১ রানে হারিয়ে ফাইনালে শুকতারা স্পোর্টিং ক্লাব,খাসাড়ীপাড়া। টসে জিতে প্রথমে ব্যাটিং করে শুকতারা স্পোর্টিং ক্লাব খাসাড়ীপাড়া ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। জবাবে ওয়ারিয়র্স ক্লাব ১০৭ রানে অলআউট হয়।
সংক্ষিপ্ত স্কোরঃ শুকতারাঃ ১৫৮-৫ (১০ ওভার)
রাফিদঃ৬৬* মাহমুদউল্লাহ ৫৪* জুমন ৩০
ওয়ারিয়ার্সঃ১০৭- অল আউট
মুরাদঃ ৩ উইকেট মাহমুদউল্লাহঃ ২ উইকেট আরিফঃ ১ উইকেট জুমনঃ ১ উইকেট
ম্যান অব দ্যা ম্যাচঃ মাহমুদউল্লাহ
মোস্ট এক্সাইটিং প্লেয়ারঃ মাহমুদুল্লাহ
সেরা বোলারঃ মুরাদ
সেরা ছক্কাঃ রাফিদ।
ফলাফলঃ শুকতারা স্পোর্টিং ক্লাব,খাসাড়ীপাড়া ৫১ রানে জয়ী।