কমলগঞ্জে অবৈধ বালুসহ ট্রাক জব্দ করার পর জরিমানা
মৌলভীবাজারের জেলার অন্তর্গত কমলগঞ্জে উপজেলায় অবৈধ বালু পাচারের দায়ে ফজর মিয়া নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও বালুভর্তি ট্রাক জব্দ করা হয়েছে। গত শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর সড়ক থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন।
বিশেষ সুত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর সড়কে ইজারা বহির্ভূত পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু পাচারকালে প্রায় ১৫০ ঘনফুট বালুসহ একটি ট্রাক আটক করা হয়। এ সময় বালু পাচারের অভিযোগে ফজর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার অভিযানের সত্যতা নিশ্চিত করেন।