করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ২৬৬৬, মৃত ৪৭, সুস্থ ৫৫৮০
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার মধ্যে ২৪ দশমিক ১১ শতাংশের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ৮ মার্চ দেশে করোনা সংক্রমণের পরদিন থেকে এক দিনের হিসাবে এই হার সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৯টি। এতে ২ হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়।
এর মধ্যে ৩৬ জন পুরুষ ও ১১ জন নারী। সব মিলিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৩৫২ জন। আর সব মিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জনের।
ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৮০ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন।