করোনা ধরা পড়ায় বন্ধ ভারতীয় ক্রিকেটের ‘নন্দন কানন’
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) এক কর্মকর্তার করোনা ধরা পড়ায় আগামী সাত দিন কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনস স্টেডিয়াম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেটের ‘নন্দন কানন’খ্যাত স্টেডিয়ামে এ সময় প্রায় সব কাজ বন্ধ থাকবে। এ ছাড়া ১৪ দিনের জায়গায় ৭ দিন সিএবির কার্যালয় বন্ধ রাখা নিয়ে উঠেছে প্রশ্নও।
সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াকে এ নিয়ে প্রশ্ন করা তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘গত শুক্রবার দফতরে এসেছিলেন তিনি। আজ পর্যন্ত ধরা হলে আট দিন আগে। চিকিৎসকদের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী সাত দিন অফিস বন্ধ রাখার। কর্মীদেরও প্রত্যেক দিন আসতে হচ্ছে না। তবুও হিসাব বিভাগ চালু রাখতে হয়েছিল। আগামী সাত দিন সব বন্ধ থাকবে।
এছাড়া সিএবির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাকালে চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখেই অফিসে কাজ চালানো হয়েছে। একজন কর্মকর্তার করোনা ধরা পড়ায় এখন এই ছুটির সময়ে সিএবিতে চলবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান। করোনাভাইরাসের কারণে চলতি মৌসুমের সব খেলা বাতিল করেছে সিএবি। ভারতে করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় এখনই ক্রিকেটারদের অনুশীলন শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই।