করোনাকে জয় করলেন কাউন্সিলর আজাদ
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
করোনাভাইরাসকে জয় করে বাসায় ফিরলেন সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ।
বুধবার (৩ জুন) তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি বলেন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এখন সম্পূর্ণ সুস্থ। পরপর দুইবার তার ‘টেস্ট রেজাল্ট’ নেগেটিভ আসায় আমরা তাকে সুস্থ ঘোষণা করছি। আজ তিনটার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ছাড়পত্র পাওয়ার সময় কাউন্সিলর আজাদ বলেন, আমি সিলেটবাসীর কাছে কৃতজ্ঞ, তারা সকলেই আমার জন্য দোয়া করেছেন। আমি আবারও আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করব।
এ সময় তিনি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা, চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগে গত ২৪ মে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। প্রথম দিকে তার শারীরিক অবস্থা ভালো থাকায় তাকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছিলো। পরে গত ২৮ মে তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ (সদর) হাসপাতালে ভর্তি করা হয়।