কাতার বিশ্বকাপে এক হোটেলেই পুরো আসর
বিয়ানীবাজারের ডাকঃ
কাতার বিশ্বকাপের শেষ প্রস্তুতি সারছে আয়োজকরা। ইতোমধ্যে আসরের ৩২ দলের জন্য হোটেল ও অনুশীলন ভেন্যু প্রকাশ করেছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, ১০ কিলোমিটারের মধ্যে থাকবে বেশিরভাগ দল।
এবারের টুর্নামেন্টে শুরু থেকে শেষ পর্যন্ত একই হোটেলে থাকবে প্রতিটি দল। এছাড়া একই অনুশীলন ভেন্যু ব্যবহার করবে। নিজ নিজ ক্যাম্পেই ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারবে দলগুলো।
রাজধানী দোহার কাছাকাছি ৩২ দলের ২৪টি একে অপরের থেকে কম দূরত্বে অবস্থান করবে। মূলত টুর্নামেন্টের সময় খেলোয়াড়রা অনুশীলন ও বিশ্রামের জন্য আরও বেশি সময় পাবেন।
২১ নভেম্বর পর্দায় উঠবে বিশ্বকাপের। শেষ হবে ১৮ ডিসেম্বর। মোট আটটি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে।