গোলাপগঞ্জের অপহৃত কিশোরী দিনাজপুরে উদ্ধার, অপহরণের দায়ে কিশোর গ্রেপ্তার
বিয়ানীবাজারের ডাক ডেস্ক
গোলাপগঞ্জ উপজেলায় এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে অপহরণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার দিনাজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত কিশোর (২০) দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার বড়তি বাজারের কৃষ্ণপুর লাটের হাট গ্রামের হজরত আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে অপহরণের দায়ে গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গোলাপগঞ্জ মডেল থানার একটি মামলা (মামলা নং-১৫/১৮/০৪/২০২২ইং) দায়ের করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায় রং নম্বরে প্রেমের জের ধরে এই অপহরণের ঘটনাটি সংঘটিত হয়েছে।
এ মামলা দায়েরের পর গোলাপগঞ্জ মডেল থানার এসআই মো. আসাদুজ্জামান প্রযুক্তির মাধ্যমে এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ দিনাজপুর জেলায় অভিযান পরিচালনা করে আসামী হাসান আলীকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক ফয়জুল করিম বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আজ (রোববার) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।