টিকিটের দাম ও করোনা সনদ নিয়ে দিশেহারা বিদেশগামী যাত্রীরা
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতে যেতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের ওয়ানওয়ে টিকিট কিনতেই বিদেশগামীদের গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি টাকা।
চাকরি বাঁচাতে নির্ধারিত দিনের টিকিট কেনার জন্য তারা বিমানের বলাকা ভবনে গেলে তাদেরকে সংশ্লিষ্ট দেশে
প্রবেশের অনুমোদন নেয়ার সার্টিফিকেটের পাশাপাশি করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করার জন্য
পাঠানো হচ্ছে পৃথক দুটি ল্যাবে।
অবশ্য দুবাইগামী ফ্লাইট যাত্রীদের ক্ষেত্রে অ্যাপ্রুভাল বাধ্যতামূলক থাকার পাশাপাশি করোনাভাইরাস পরীক্ষার সার্টিফিকেট শুধু লাগছে একবারই। হতাশাগ্রস্ত এসব বিদেশগামী যাত্রীরা বলছেন, এমনিতেই তারা দীর্ঘদিন দেশে থেকেই বেকার হয়ে অর্থনৈতিক সঙ্কটে রয়েছেন। তার ওপর বিদেশে যেতে অতিরিক্ত টাকা খরচ করে তাদের টিকিট ক্রয় করা সম্ভব হচ্ছে না।
বিষয়টি সরকারকে বিবেচনা করার অনুরোধ জানান তারা। মতিঝিলের বিমানের বলাকা ভবন কার্যালয়ে খোঁজ নিতে গেলে গতকাল দুপুরে হতাশাগ্রস্ত বিদেশগামীদের সাথে কথা বলে পাওয়া গেছে এসব তথ্য।