ঢাকায় করোনায় মারা যাওয়া বৃদ্ধের বিয়ানীবাজারে দাফন সম্পন্ন
বিয়ানীবাজারের ডাকঃ
পরিবার নিয়ে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করা বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ছুনু মিয়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার রাতে তিনি ঢাকায় ইন্তেকাল করেন। শুক্রবার সকালে সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবীরা লাশ দাফন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ ছুনু মিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যসহ নানান জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
দাফন সম্পন্ন করার সময় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা গ্রামের দুইজন করোনা ভাইরাসে মারা গেলেন। দুইজনই বিয়ানীবাজারের বাইরে করোনাভাইরাস দ্বারা সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেন। একজন গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জবাজারের পল্লীচিকিৎসক আবুল কাশেম। তিনি পরিবার নিয়ে আছিরগঞ্জ বাজারে বসবাস করতেন। দ্বিতীয়জন শুক্রবার সকালে দাফন হওয়ায় বৃদ্ধ ছুনু মিয়া।