তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
তাহিরপুরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ফরিদ মিয়া (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ মিয়া দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. আব্দুল হামিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রসুলপুর গ্রামের নবী হোসেন ইউপি সদস্য পদে নির্বাচনে অংশ নেন। নবী হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণার কাজ করে রসুলপুর গ্রামের রশিদ আলী ও রজব আলী পক্ষ। রসুলপুর গ্রামের আবুল বাদশার পক্ষের লোকজন গ্রামের ইউপি সদস্য প্রার্থী নবী হোসেনের বিপক্ষে কাজ করে। এরপর থেকেই নবী হোসেন, রাশিদ আলী ও রজব আলী পক্ষদ্বয় আবুল বাদশার পক্ষের লোকজনের সঙ্গে বারবার ঝগড়া বিবাদ করে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার পৌনে ৪টায় উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রসুলপুর গ্রামে এ সংঘর্ষ বাঁধে। এতে ফরিদ মিয়া (২৬), আনোয়ার (২০),উমেদ আলী (৪০), রেশমা (১৮), অরুনা খাতুন (৩৮) ,জাকির (৩০), রতন মিয়া (২৯) সহ ২০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেল গুরুতর আহত ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিটুন সরকার বলেন, সংঘর্ষে আহত ফরিদ মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পৌঁছার পূর্বেই মারা গেছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, আহতের সংবাদ শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়েছিলাম। পরে জানতে পারি আহত ফরিদ মিয়া মারা গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।