তিলপারা ইউনিয়ন পূজা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তিলপাড়া ইউনিয়ন শাখার বর্ধিত ৯ অক্টোবর শুক্রবার শানেশ্বর গ্রামের স্থানীয় কৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয়। এ সময় তিলপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধি ও ইউনিয়ন পূজা পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ তিলপাড়া ইউনিয়ন শাখার সভাপতি তুষার ভট্টাচার্য-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাস-এর উপস্থাপনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার যুগ্ন-সম্পাদক সজীব ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার যুগ্ন-সম্পাদক বিপ্লব চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ তিলপাড়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি বিবেকানন্দ দাস, পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজন দাস, পূজা উদযাপন পরিষদ তিলপাড়া ইউনিয়ন শাখার সদস্য রঞ্জিত দাস পাখি, রসেন্দ্র কুমার দাস। বক্তব্য রাখেন, সন্ধিপদ ভট্টাচার্য্য, দীপক দাস, দ্বিপন দাস, বিষ্ণুপদ দাস। উপস্থিত ছিলেন, ইন্দ্রজিৎ দাস, কেশব দাস,জয়ন্ত দেবনাথ, রিপন দাস, সুজিত দাস, মন্টু দাস, বিবেকানন্দ দাস কানাই, অভিনাস দাস, রুপন দাস, রঞ্জিত দেব প্রমুখ।
সভায় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা মোতাবেক প্রতিমা তৈরী থেকে পূজা সমাপ্তি পর্যন্ত প্রতিটি মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা, ভক্ত-পূজারি ও দর্শনার্থীদের জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখা, সকলে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা, দর্শনার্থীদের মধ্যে ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা, পূজামণ্ডপে নারী-পুরুষের যাতায়াতের আলাদা ব্যবস্থা করা, বেশি সংখ্যক নিজস্ব স্বেচ্ছাসেবক রাখাসহ আরও বিভিন্ন নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।