দেশে করোনায় আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৩৪
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে আরও ১ হাজার ১৩৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ২৩৯ জন মানুষ।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্ত হওয়া ১ হাজার ১৩৪ জনকে নিয়ে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জনে।
একই সময়ে গত মারা যাওয়া ৩৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ১৯২ জনে দাঁড়িয়েছে।
আর গত একদিনে ২ হাজার ২৩৯ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্যদিয়ে দেশে এখন পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জনে।