দেশে করোনায় নতুন শনাক্ত ২১৫৯
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
দেশে করোনাভাইরাসে নতুন করে ২৪ ঘণ্টা আরও ২ হাজার ১৫৯ জন শনাক্ত হয়েছেন। এই সময়ে করোনা সংক্রমণে মৃত্য হয়েছে ২৪ জনের। এতে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন। একই সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৯৩০ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ হাজার ৭৭২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৫ হাজার ৯৬৬ জন।
দেশে করোনাভাইরাসে নতুন করে ২৪ ঘণ্টা আরও ২ হাজার ১৫৯ জন শনাক্ত হয়েছেন। এই সময়ে করোনা সংক্রমণে মৃত্য হয়েছে ২৪ জনের। এতে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন। একই সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৯৩০ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ হাজার ৭৭২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৫ হাজার ৯৬৬ জন।
স্বাস্থ্য অধিদফতর থেকে জাননো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১২টি আরটি-পিসিআর ল্যাব, ১৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ১০ জেলায় র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে ১৭ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৯ লাখ ১১ হাজার ৬৬৪টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৬৭ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ৮৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ লাখ ২৯ হাজার ৮১টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৫ লাখ ৮২ হাজার ৫৮৩টি।
২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৬ জন নারী। তাদের সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। তাদের মধ্যে ১৬ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। মৃতদের মধ্যে ১৭ জন ঢাকা বিভাগের, ২ জন করে ৬ জন চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগের এবং ১ জন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন।
দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৩০ জনের। এর মধ্যে ৫ হাজার ২৯৮ জন পুরুষ এবং ১ হাজার ৬৩২ জন নারী।
সুত্র: যুগান্তর