দেশে ছুটিতে থাকা প্রবাসীদের সৌদি আরবে ফেরা অনিশ্চিত
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
বৈশ্বিক করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদি আরবের কাজের ভিসা নিয়ে বাহিরে ছুটিতে থাকা বিদেশি নাগরিকগণ দেশটিতে ফিরে আসতে পারবে না বলে জানিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ।
মঙ্গলবার (২৩ জুন) জাওয়াজাতের (পাসপোর্ট বিভাগ) বরাত নিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য জানায়।
করোনাভাইরাস শুরুর পর থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের আগ পর্যন্ত লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি নিয়মিত ছুটি কাটাতে বাংলাদেশে গেছেন বলে ধারণা করা হচ্ছে। নতুন এই নিয়মের ফলে তাদের পুনরায় সৌদিতে ফেরা অনিশ্চিত হয়ে গেল।
এদিকে করোনার মহামারির কারণে সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে অবস্থানরত বিদেশিদের নিয়ে সীমিত পরিসরে পবিত্র হজ পালনের ঘোষণা দেয়া হয়েছে।
দেশটির হজবিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন এ ঘোষণা দিয়ে বলেন, মাত্র দশ হাজারের মতো মানুষ এবারের হজে অংশ নিতে পারবেন।
মঙ্গলবার সৌদির এই মন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, এ বছর বিদেশ থেকে হজযাত্রীদের আগমন নিষিদ্ধ করা হবে। এছাড়া হজে কারা অংশ নিতে পারবেন সে ব্যাপারে কঠোর স্বাস্থ্যবিধি প্রয়োগ করা হবে।