নারীরা মায়ের জাতি, আমারা নারীদের সম্মানের চোখে দেখবো -নাদেল চৌধুরী
বিয়ানীবাজারের ডাকঃ
বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে নারী নির্যাতন ও সামাজিক অপরাধ বিরোধী সমাবেশ অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দানকালে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা বৃদ্ধিতে দেশে নারী নির্যাতন কমছে। সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা বেষ্টনি জনগনকে দৃঢ়ভাবে আকঁড়ে ধরতে হবে। কোথাও নারী নির্যাতন হতে দেয়া হবেনা। যারা এমন জগণ্য কাজে লিপ্ত থাকবে, তারা দেশের শত্রু।
তিনি বলেন, নারীরা মায়ের জাতি আমারা নারীদের সম্মানের চোখে দেখবো, সকল প্রকার সামাজিক অপরাধ দমনে আমারা কাজ করে যাবো। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি মাহবুব এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী কর্মকর্তা রিতেষ বড়ুয়া, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, থানার অফিসার (ওসি) ইনচার্জ হিল্লোল রায় ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোঃ জয়নুল ইসলাম।
অনুষ্টান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে হাবিবা।