পল্লী চিকিৎসক হত্যার ঘটনায় চারজন আটক
সিলেটের সদর উপজেলায় হাওরে বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহতের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এয়ারপোর্ট থানাপুলিশ আটক করে।
আটকরা হলেন- আজিজুর রহমান (৪২), মকবুল মিয়া (৪১), সামছুল আলম (৪৩) ও ছয়ফুল আলম (৪০)।
এর আগে শনিবার ভোর ছয়টার দিকে উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার সাতগাছি গ্রামে রক্তক্ষয়ী এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন (৪০) নিহত হন। তিনি সাহেবের বাজার এলাকার ঘোড়ামারা গ্রামের মরহুম বশির উদ্দিনের ছেলে।
সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত সবাই ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির সিলেটভিউ-কে জানান, সাহেবের বাজার এলাকার সাতগাছি হাওরে দুই একর জমি নিয়ে পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন ও একই এলাকার নয়ন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে শনিবার সকালে দুই পক্ষের লোকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন নিহত হন। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।