পানসী, হাইওয়ে-ইন ও আল-আমিন রেস্টুরেন্টকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা
মাধবপুর সংবাদদাতাঃ
রান্নাঘরের অপরিস্কার পরিবেশ, নোংরা ও অস্বাস্থ্যকর থাকাসহ দামের চেয়ে বেশি দামে সফট ড্রিংস বিক্রি করায় হবিগঞ্জের মাধবপুরে হাইওয়ের পাশে হাইওয়ে-ইনসহ তিনটি রেস্টুরেন্টকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্প্রতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাইওয়ে ইন রেন্টুরেন্টকে ৬০ হাজার টাকা, পানসী রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা ও আল-আমিন হোটেল ও রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে শাহীন কসমেটিকস এর বিরুদ্ধে একজন ভোক্তা অভিযোগ করায় শাহীন কসমেটিকসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সহযোগীতা করেন শ্রীমঙ্গলের র্যাব-৯ এর একটি দলসহ হবিগঞ্জের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডিস্ট্রির পরিচালক দেওয়ান মিয়া।