পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজারের সম্মেলন অনুষ্ঠিত
সজীব ভট্টাচার্য্য
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ১৮ ফেব্রুয়ারী শুক্রবার অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। বিয়ানীবাজার শ্রী শ্রী বাসুদেব অঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনের শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতাপাঠ করেন হৃষিকেশ দাস।
পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সহ-সভাপতি শংকর দেবের সভাপতিত্বে এবং যুগ্ন-সম্পাদক সাংবাদিক সজীব ভট্টাচার্য্যরে উপস্থাপনায় অনুষ্ঠিত প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ।
সভার শুরুতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অরুনাভ পাল চৌধুরী মোহন। এছাড়াও আরো বক্তব্য রাখেন, হিন্দু-বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার প্রশিক্ষন বিষয়ক সম্পাদক অমলেন্দু দে ও সদস্য রবীন্দ্র চক্রবর্তী রাঘব। বিয়ানীবাজার পুজা পরিষদের সহ-সভাপতি প্রিয়তোষ চক্রবর্তী, যুগ্ন-সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন পদ কর, বিয়ানীবাজার পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক রাজন দাস, কোষাধ্যক্ষ সুজিত দে, দপ্তর সম্পাদক রাজিব দেবনাথ, আলীনগর ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি বিষু দে, চারখাই ইউনিয়নের সাধারণ সম্পাদক রনজিৎ দাস ঝুনু, দুবাগ ইউনিয়নের সাধারণ সম্পাদক অজয় দাস, শেওলা ইউনিয়নের সভাপতি প্রিয় রঞ্জন বিশ^াস, তিলপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক সাধন দাস প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে অরুনাভ পাল চৌধুরী মোহনকে সভাপতি ও বিপ্লব চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।