ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের আন্দোলনের ডাক
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
ফ্রান্সের অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে ২০ জুন আবারও আন্দোলনের ডাক দেয়া হয়েছে। মানবিক দিক বিবেচনায় তাদের দাবি মানার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অভিবাসীরা।
ফ্রান্সের বসবাসরত বিভিন্ন দেশের অনিয়মিত অভিবাসীরা তাদের অধিকার আদায়ের দাবিতে পথে নেমেছেন।
পুলিশি বাধা উপেক্ষা করে হাজার হাজার অনিয়মিত অধিবাসীরা রাস্তায় নামেন। সেই আন্দোলন থেকে কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ।
ফ্রান্সের বর্তমান সংসদে ১০৪ জন এমপি অভিবাসীদের নিয়মিতকরণের প্রস্তাবনা দিয়ে লিখিত আবেদন করছেন কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কোন ঘোষণা আসেনি, অন্যদিকে দেশটিতে কাগজহীন অভিবাসীরা চরম সংকটে দিনাতিপাত করছেন বলে জানান প্রবাসী বাংলাদেশিরা।
বিক্ষোভকারীরা জানান তারা তাদের কষ্টকর, মানবেতর জীবন সরকারের কাছে তুলে ধরতে চাই, তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই আন্দোলনের আর কোনো বিকল্প নেই।
এদিকে দ্বিতীয় দফা লকডাউন তুলে দেয়ায় দেশটির বার ও আর রেস্টুরেন্ট খুলে দেয়া হয়েছে। সবুজ অঞ্চলের বার রেস্টুরেন্ট তাদের কর্ম পরিচালনা করলেও কমলা অঞ্চলের বার রেস্টুরেন্টকে মানতে হচ্ছে স্বাস্থ্য বিধির কড়াকড়ি।
বর্তমানে করোনাকালীন স্বাস্থ্য ঝুঁকির কারণে ফ্রান্সে ১০ জনের অধিক লোক সমাগমে নিষেধাজ্ঞা থাকলেও হাজার হাজার লোক বিক্ষোভে নেমেছেন।