বড়লেখার গল্লাসাঙ্গনে একই পরিবারের ৩ জনের করোনা শনাক্ত
বিয়ানীবাজারের ডাকঃ
বড়লেখায় করোনায় আক্রান্ত এক যুবকের বাবা-মা এবং ভাবির দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের বয়স ৩৩ থেকে ৬৫ বছরের মধ্যে।
সোমবার (২২ জুন) রাত সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানিয়েছে। তাদের বাড়ি উপজেলার নিজবাহাদুরপুর ইউপির গল্লাসাঙ্গন গ্রামে। ধরণা করা হচ্ছে, ওই যুবকের মাধ্যমে তার বাবা-মা ও ভাবি করোনা সংক্রমিত হয়েছেন।
এর আগে সোমবার দুপুরে হাসপাতালের এক চিকিৎসক ও থানার এক পুলিশ কর্মকর্তাসহ ৮জনের করোনা শনাক্ত হয়। যা উপজেলায় একদিনে সর্বোচ্চসংখ্যক শনাক্তের রেকর্ড।
ফলে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। এরমধ্যে ৮ জন সুস্থ হয়েছেন।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস সোমবার রাতে বলেন, একই পরিবারের তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত ১১ জুন ওই পরিবারের এক যুবকের করোনা শনাক্ত হয়েছিল। এরপর গত ১১ জুন ওই যুবকের পরিবারের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। আজ তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এতে ওই যুবকের বাবা-মা ও ভাবির করোনা শনাক্ত হয়েছে। তাদের বাড়ি আগে থেকেই লকডাউন রয়েছে। অবশ্য তারা সুস্থ রয়েছেন।