বিয়ানীবাজার উপজেলা পরিষদে বিজয়ী হলেন যারা
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে কেন্দ্র ভিত্তিক ফলাফলে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম পল্লব পুনরায় বিজয়ী হয়েছেন। ৮৯টি কেন্দ্রের সবকয়টির কেন্দ্র ভিত্তিক ঘোষিত ফলাফলে আবুল কাশেম পল্লব এর হেলিকপ্টার প্রতীক ২০১৯৩ ভোট পেয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি শালিক পাখি প্রতীকের গৌছ উদ্দিন পেয়েছেন ১৮৫৬০। এছাড়া মোটর সাইকেল প্রতীকের দেওয়ান মাকসুদুল ইসলাম ১৬০১১ ভোট।
বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে কেন্দ্র ভিত্তিক ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান বিজয়ী হয়েছেন। ৮৯টি কেন্দ্রের সবকয়টির কেন্দ্র ভিত্তিক ঘোষিত ফলাফলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান বই প্রতীক ২৩১৬৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আশরাফুল ইসলাম রুনু বাল্ব প্রতীকে পেয়েছেন ১৩২৪১ ভোট।
বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে কেন্দ্র ভিত্তিক ফলাফলে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন নাহার বিজয়ী হয়েছেন। ৮৯টি কেন্দ্রের সবকয়টির কেন্দ্র ভিত্তিক ঘোষিত ফলাফলে তিনি ২০ হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছে।