বিয়ানীবাজার পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার কার্যকরী কমিটির এক জরুরী সভা ১২ আগষ্ট শনিবার বিকাল ৫ টায় পৌরশহরস্থ পঞ্চখন্ড রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা পরিষদের সভাপতি অরুনাভ পাল চৌধুরী মোহনের সভাপতিত্বে ও সম্পাদক বিপ্লব চক্রবর্তী পরিচালনায় অনুষ্ঠিত সভায় কার্যকরী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। উপজেলা পূজা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন দেবপীট শ্রীশ্রী বাসুদেব মন্দিরে রথযাত্রার মেলার শেষ দিনে অনাকাংকিত ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার রহস্যময় ভূমিকা নিয়ে গত ১০ আগষ্ঠ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখা কর্তৃক ফেইসবুকে যে পোস্ট দেওয়া হয়। এই আলোকে উপজেলা পূজা পরিষদের কার্যকরী কমিটির সভা ১২ আগষ্ঠ শনিবার অনুষ্ঠিত হয়। উক্ত পোস্টের সাথে সবাই সহমত প্রকাশ করেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, এই ঘটনা সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত আগামী জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসবে সহ সব ধরনের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখা সব সভা বর্জন করবে।
প্রেস বিজ্ঞপ্তি