বিয়ানীবাজারে করোনা জয় করে সুস্থ হলেন ব্যবসায়ী কুনু মিয়াসহ ৫ জন
মুকিত মুহাম্মদঃ
বিয়ানীবাজার পৌরশহরের বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ কুনু মিয়াসহ ৫ জন করোনা জয় করে সুস্থ হয়ে উঠলেন। গত কয়েকদিনের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আর সেই সাথে সন্দেহভাজন রোগীর সংখ্যা ও টানা দুঃসংবাদের মাঝে কিছুটা হলেও স্বস্তির সংবাদ দিলো উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে। করোনা আক্রান্ত ৪ জন রোগীর দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ এসেছে। চারখাই আদিনাবাদের সিরাজ উদ্দিনও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জানাযায়, উপজেলার প্রথম করোনার উপসর্গযুক্ত রোগী পৌরশহরের বিশিষ্ট ব্যবসায়ী খাসাড়ীপাড়া গ্রামের আলী আহমদ কুনু মিয়া ও তার স্ত্রীর জাকিয়া সুলতানা, কসবার আরিফ উদ্দিন আহমদ এবং ফতেহপুরের রেদোয়ান আহমদের দ্বিতীয় নমুনা নেগেটিভ এসেছে।
এছাড়া গত ১০ জুন নমুনা প্রেরণকৃত ১৮ জনের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তারা হলেন- জয়বুন নাহার, নুরুন নাহার, আজিজুন নাহার, আবির আহমদ, জাহির আহমদ, আরিফ উদ্দিন আহমদ, আজির উদ্দিন, জাহানারা বেগম, রেদোয়ান আহমদ, রহিমা বেগম, আলী আহমদ কুনু মিয়া, জাকিয়া সুলতানা, রেনু বেগম, নিজাম উদ্দিন, ইশরাত জাহান, আবুল হোসেন, ইমদাদুল করিম, সারওয়ার হোসেন।