বিয়ানীবাজারে ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব সংবাদদাতা
বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ বোতল ভারতীয় মদসহ আব্দুল গফুর নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার চারখাই ইউনিয়নের পইলগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় আব্দুল আহাদসহ দুজন যুবক পুলিশের উপস্থিতি ঠের পেয়ে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত যুবক আব্দুল গফুর (৪৫) উপজেলার দুবাগ ইউনিয়নের মইয়াখালি গ্রামের কদই মিয়ার ছেলে।
বিয়ানীবাজার থানা পুলিশের মিডিয়া অফিসার এসআই শিমুল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেপ্তারকৃত আব্দুল গফুরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।