বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
নিজস্ব সংবাদদাতা
বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। শুক্রবার উষালগ্নে বিয়ানীবাজারের কেন্দ্রীয় স্মৃতি সৌধের বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন শেষে স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এদিকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাধন প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন পরিবেশনা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ফারুকুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন ও রোকসানা বেগম লিমা, সহকারি কমিশনার ভূমি তামান্না আক্তার, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়সহ আরো অনেকে।