বিয়ানীবাজারে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত
নিজস্ব সংবাদদাতা
সনাতন ধর্মের অন্যতম যুগাবতার পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বিয়ানীবাজারের বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছিল। শিশু-কিশোর থেকে শুরু করে নানান বয়সী ভক্তবৃন্দ যেন কৃষ্ণ প্রেমের টানে ছুটে এসেছিলেন জন্মাষ্টমী উৎসবের মহা শোভাযাত্রায়। সব বয়সের মানুষের সরব অংশগ্রহণে এক নবরূপ ধারণ করে শ্রীকৃঞ্চের জন্মাষ্টমী উৎসবের মাঙ্গলিক মহাশোভাযাত্রা। ব্যানার-ফেস্টুন আর বাদ্যেযন্ত্রের তালে তালে নেচে গেয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
সকাল ৯টায় দাসগ্রামে অবস্থিত শ্রীশ্রী কালাচাঁদ মিলন মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রার উদ্বোধন করেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি সভাপতি অরুণাভ পাল চৌধুরী মোহন, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্য্য, বাসুদেব সেবক সংঘের যুগ্ন-সম্পাদক অমিতাভ পাল চৌধুরী মিথুন, পূজা উদযাপন পরিষদের সিনিয়র সদস্য অমলেন্দু দে, সুখেন্দু চক্রবর্তী, সহ-সভাপতি সাধন দত্ত, সাংগঠনিক সম্পাদক হুষিকেশ দাস, সহ-সভাপতি সুজিত কর, যুগ্ন সম্পাদক সুজিদ দে, কোষাধ্যক্ষ সঞ্জয় পাল প্রমুখ। পরবর্তীতে শোভাযাত্রাটি বিভিন্ন দেবপীঠ পরিক্রমা করে সুপাতলার শ্রীশ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রা সমাপ্ত হয়।
শোভাযাত্রা শেষে সমবেত গীতা পারায়ণ অনুষ্ঠিত হয়।