বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের বর্ণাঢ্য আয়োজনে সুবর্ণ জয়ন্তী পালন
নিজস্ব প্রতিনিধি
বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে। শুক্রবার দুপুর থেকে দিনভর বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে এদিন বিকাল ৩টার দিকে পৌরশহরের দক্ষিণবাজারে অনুষ্টিত মঞ্চ থেকে বের হওয়া একটি র্যালী পৌরশহর প্রদক্ষিণ করে। এরপর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের পরিচালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সন্ধ্যায় বিশেষ সংগীতানুষ্টানে সংগীত পরিবেশন করেন বরেণ্য শিল্পীরা। এতে বিপুল সংখ্যক দর্শক অনুষ্টানস্থল মাতিয়ে রাখেন।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল বলেন, জাতি এমন এক সময় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে যখন দেশ বিশ্বে মাথা উচুঁ করে দাড়িঁয়েছে। আর একটি স্বল্পোন্নত দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত তার চালিকাশক্তির কারণে দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হচ্ছে।