বিয়ানীবাজার উপজেলায় নতুন আরও ৭ জনের করোনা শনাক্ত
বিয়ানীবাজারের ডাকঃ
বিয়ানীবাজার উপজেলায় গতকাল ৫ জনের পর আজ নতুন আরও ৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। প্রতিদিন সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় আতংকিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায় নতুন ৭ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৬৪ জনে। স্বাস্থ্যবিধি না মানা এবং প্রশাসনিক কোন তৎপরতা না থাকায় বিয়ানীবাজারের পরিস্থিতি দিন দিন ভয়াবহের দিকে ধাবিত হচ্ছে বলে সচেতন মহল মনে করেন।
বুধবার (১২ আগস্ট) বিয়ানীবাজার উপজেলায় নতুন আক্রান্তদের মধ্যে লাউতা ইউনিয়নের বাউরভাগ গ্রামের দু’জন, মাথিউরা ইউনিয়নে একজন, পৌরসভার শ্রীধরা গ্রামে একজন, সুপাতলা গ্রামে একজন, খাসায় একজন এবং মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের একজন রয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার নতুন আক্রান্ত সকলের আইসোলেশন নিশ্চিত করা হবে। এছাড়া তাদের সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হবে।