বিয়ানীবাজার প্রেসক্লাবের জাতীয় শোক দিবস পালন
স্টাফ রিপোর্টারঃ
বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে বঙ্গবন্ধুকে স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য। সংগঠনের যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম। তিনি বলেন, জাতির জনককে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে বাঙ্গালী জাতিকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র শুরু হয়। কিন্তু তার সুযোগ্য কণ্যার নেতৃত্বে বর্তমানে সকল ষড়যন্ত্রের শিকঁড় উপড়ে ফেলে দেশ এগিয়ে যাচ্ছে।
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়ার বাজার কলেজের প্রভাষক বিজিত আচার্য, প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান শাহরিয়ার, কোষাধ্যক্ষ মুকিত মুহাম্মদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিপার আহমদ পলাশ, সদস্য আবুল হাসান, এম এ ওমর, সামিয়ান হাসান, আমিনুল হক দিলু প্রমুখ।
পরে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শিহাব উদ্দিন ও আব্দুল হামিদ।