বিয়ানীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দকে পূজা উদযাপন পরিষদের সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা:
বিয়ানীবাজার প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি সজীব ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, তিলপাড়া ইউনিয়ন শাখা। ৯ অক্টোবর শুক্রবার বিকালে তিলপাড়া ইউনিয়নের শানেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন পুজা উদযাপন পরিষদ তিলপাড়া ইউনিয়ন শাখার সভাপতি তুষার ভট্টাচার্য্য। পুজা উদযাপন পরিষদ তিলপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাস-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক-শিক্ষক মো. জহির উদ্দিন, পূজা উদযাপন পরিষদ তিলপাড়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি বিবেকানন্দ দাস। এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজন দাস, পূজা উদযাপন পরিষদ তিলপাড়া ইউনিয়ন শাখার সদস্য রঞ্জিত দাস পাখি, রসেন্দ্র কুমার দাস, সন্ধিপদ ভট্টাচার্য্য, দীপক দাস, দ্বিপন দাস, বিষ্ণুপদ দাস, ইন্দ্রজিৎ দাস, কেশব দাস,জয়ন্ত দেবনাথ, রিপন দাস, সুজিত দাস, মন্টু দাস, বিবেকানন্দ দাস কানাই, অভিনাস দাস, রুপন দাস, রঞ্জিত দেব প্রমুখ।
সংবর্ধণার জবাবে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বিয়ানীবাজারের গণমাধ্যমকে নিরীহ-নিপীড়িত মানুষের আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা হবে। অন্যায়-অবিচারের বিরুদ্ধে এখানকার গণমাধ্যম কর্মীরা সোচ্চার থাকবে। অবহেলিত জনপদের উন্নয়নে উন্নয়নধর্মী সাংবাদিকতার ভিত আরো দৃঢ় করা হবে। তারা বিয়ানীবাজারকে অসাম্প্রদায়িক চেতনার চারণভূমি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।