বিয়ানীবাজার রানী কালার ল্যাব এন্ড ফটোগ্রাফার্সের ৪০ বছর পূর্তি উদযাপন
নিজস্ব সংবাদদাতা:
কোন মুহুর্তকে ধরে রাখতে ছবির জুড়ি মেলা ভার। হোক সে সাদা কালো কিংবা রঙ্গিন। বহুকাল আগেরর তোলা ছাবিটিও মানুষকে নিয়ে যায় সুখ স্মৃতির অতলে। কিন্তু, সর্বোপরি ছবিটি হতে হবে সুন্দর। এই সুন্দর ছবি তোলা ও ছাপার কাজ বিয়ানীবাজারবাসীকে দীর্ঘদিন থেকে সহযোগীতা করে আসছে রানী কালার ল্যাব এন্ড ফটোগ্রাফার্স। বিয়ানীবাজারের ফটোগ্রাফীর জগতে এক উজ্জল নাম। শুরুটা হয়েছিল সেই ১৯৮২ সালের ফেব্রুয়ারীতে।
২০২২ সালের ১৯ ফেব্রুয়ারীতে প্রতিষ্ঠানটির ৪০ বছর পূর্ণ হলো। এ উপলক্ষে রানী কালার ল্যাবে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠানটির ৪০ বছর পূর্তি উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক নারায়ন দাশ চৌধুরী, বিয়ানীবাজার ইসকন মন্দিরের অধ্যক্ষ সিদ্ধ গৌর দাস ব্রহ্মচারী, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্য্য, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের প্রভাষক সঞ্জয় আচার্য, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক মহেশ রঞ্জন ঘোষ, বিভোর জুয়েলার্সের সত্বাধীকারী বিভোর চন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিষু ভূষন দাস (বিশ্বজিৎ), দিপ্ত দাশ চৌধুরী, তপন কান্তি দাস, আব্দুল মুনিম (ডালিম), জাহেদ আহমদ প্রমুখ।