বিয়ানীবাজারে আপীলে বৈধতা ফিরে পেলেন মেয়র ও কাউন্সিলার প্রার্থী ২৫জন

 

নিজস্ব সংবাদদাতা
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে অংশ নেয়া ২৫জন প্রার্থী আপীলে বৈধতা ফিরে পেয়েছেন। প্রার্থীদের মধ্যে ৪ জন মেয়র এবং অপর ২১জন কাউন্সিলার প্রার্থী জেলা প্রশাসক কার্যালয়ে আপিল শুনানি শেষে তাদের প্রার্থীতার বৈধতা ফিরে পেয়েছেন। তারা আগামী ১৫জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে মেয়র-কাউন্সিলার প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।
গত ১৯ মে যাচাইবাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন তাদের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেন। এতে সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়।
মনোনয়ন অবৈধ হওয়া প্রার্থীরা জেলা প্রশাসক বরাবর ১৯ মে আপিল করেন। ২৩ মে সোমবার সকাল ১১টায় শুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শুনানি শেষে সকল প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেন।
বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হবে ২৭ মে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *