বিয়ানীবাজারে আরো ১২জন করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিনিধি
বিয়ানীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। অধিকাংশ মানুষের মধ্যে থেকে সচেতনতা প্রায় উধাও। শনিবার নতুন করে আরো ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৫ জনের বাড়ী পৌরসভায়, তিলপারা ইউনিয়নের ২জন, দুবাগ ইউনিয়নের ২জন, মোল্লাপুর ইউনিয়নে ১জন, মাথিউরা ইউনিয়নে ১জন ও কুড়ারবাজার ইউনিয়নে ১জন। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোয়াজ্জেম আলী খান এ তথ্য নিশ্চিত করেন।
বিয়ানীবাজারে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬০ জন। মারা গেছেন ৩৪ জন। গত বছরের ২৪ এপ্রিল বিয়ানীবাজারে প্রথম করোনা রোগী সনাক্ত হয়।