বিয়ানীবাজারে আরো ২৯জন করোনায় আক্রান্ত
নিজস্ব সংবাদদাতা
করোনা ভাইরাসের সংক্রমন দ্রুত বাড়ছে বিয়ানীবাজারে। নতুন করে আরো করোনা ভাইরাসে ২৯ জন আক্রান্ত হয়েছেন। এতে করে বিয়ানীবাজারে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৩৫ জনে।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, বিয়ানীবাজার থেকে সিলেটে প্রেরিত নমুনায় করোনা আক্রান্ত হয়েছেন ১৬ জন। সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বিয়ানীবাজারের আরো ৫ জন করোনায় আক্রান্ত। র্যাপিড এন্টিজেন টেস্টে করোনায় আক্রান্ত হলেন আরো ৮ জন।
শনিবার বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।